‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এ নতুন চমক স্পর্শিয়া
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চরিত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন অর্চিতা স্পর্শিয়া, আর তাতেই জমে উঠেছে আলোচনা।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে নতুন মোড় এনে পর্দায় ফিরলেন অর্চিতা স্পর্শিয়া। গত ১১ ডিসেম্বর প্রকাশিত চ্যাপ্টার ৭-এ অবশেষে প্রকাশ পায় তার মুখ। এর আগে শুধু পেছন দিকের একটি ছবি প্রকাশ পাওয়ায় তার চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।
নির্মাতা কাজল আরেফিন অমির তত্ত্বাবধানে নির্মিত সিরিজটিতে স্পর্শিয়া এবার ‘স্পর্শ’ চরিত্রে হাজির হয়েছেন। ব্যাচেলর ফ্ল্যাটের ওপরতলার নতুন ভাড়াটিয়া হিসেবেই তার গল্পে প্রবেশ, যা পুরো প্লটেই নতুন রহস্যের সঞ্চার করেছে।
গত মাসে স্পর্শিয়ার উপস্থিতি আভাস পাওয়া গেলেও তার চরিত্র গোপন রাখা হয়েছিল। এক মাসের অপেক্ষার পর অবশেষে দর্শকদের সামনে উন্মোচিত হয়েছে নতুন এই চমক।
অভিনয়ে নিজস্বতা, চরিত্র বাছাইয়ে পরিমিতি আর স্টাইল এই তিনের সমন্বয়ে স্পর্শিয়া ইতোমধ্যে তরুণ অভিনয়শিল্পীদের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন। ফলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার প্রত্যাবর্তন দর্শকদের কাছে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।
বিআলো/শিলি



