ব্যাটিং-বোলিং ছাড়াও চিন্তা বৃষ্টির, স্পিনেই ভরসা খুঁজছে বাংলাদেশ
স্পোর্টস ডেক্স: শুরু হচ্ছে নতুন চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)। সূচনার ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়), শ্রীলঙ্কার ঐতিহাসিক গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গলের উইকেট বরাবরই স্পিন সহায়ক। অতীতে এ মাঠে স্পিনাররাই প্রভাব বিস্তার করেছেন। সে কারণে বাংলাদেশ দলে তিন স্পিনার ও একজন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
তবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ হালকা জ্বরে আক্রান্ত থাকায় তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তিনি ফিট থাকলে স্পিন আক্রমণে তার সঙ্গে থাকবেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। আর নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে উদীয়মান হাসান মুরাদকে।
এদিতক শ্রীলঙ্কা দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দল থেকে চারজন নেই। অবসর নিয়েছেন: দিমুথ করুণারত্নে, ইনজুরিতে: লাহিরু কুমারা এবং দল থেকে বাদ: রমেশ মেন্ডিস ও নিশান পীরিস। নতুনদের মধ্যে অভিষেক হতে পারে লাহিরু উদারার, আর বোলিং বিভাগে সুযোগ পেতে পারেন মিলান রত্নায়েকে ও আকিলা ধনাঞ্জয়া।
গলের উইকেট যতটা স্পিনবান্ধব, ততটাই ব্যাটারদের পক্ষে যায় মাঝে মাঝে। চলতি বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা এখানেই এক ইনিংসে ৬০০-এর বেশি রান করেছিল। তাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ থাকবে উইকেটের আচরণ বুঝে পরিকল্পনা সাজানো।
এদিকে টেস্ট চলাকালীন প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মাত্র একজন পেসার নিয়ে নামা ঝুঁকিপূর্ণ হতে পারে। টিম ম্যানেজমেন্টকে তাই সিদ্ধান্ত নিতে হবে আবহাওয়া ও কন্ডিশনের কথা মাথায় রেখেই।
উল্লেখ্য, গলে বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেললেও কোনো ম্যাচেই জয় পায়নি। তবে নতুন চক্রের শুরুতে সেই হতাশা ঘোচানোর সুযোগ থাকছে টাইগারদের সামনে।
বিআলো/সবুজ