ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে পাঠোন্নতি ও মেধা বিকাশে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫
আসাদুল শেখ: শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পাঠোন্নতি বিবরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাসুদ হাসান লিটন, চেয়ারম্যান, ব্রাইট গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিসেস সাইদা হাসান দিনা, ভাইস চেয়ারম্যান, বিএলডি ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মোঃ মঈদুর রহমান জেম।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠোন্নতি বিবরণী ও শিক্ষামূলক কার্যক্রমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর শিক্ষার্থীরা তাদের পাঠ্যন্নতির চমকপ্রদ ফলাফলের মাধ্যমে মেধা, জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়।
প্রধান অতিথি আলহাজ মাসুদ হাসান লিটন বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।”
বিশেষ অতিথি মিসেস সাইদা হাসান দিনা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান শুধুমাত্র পাঠ্যবই নয়, শিক্ষার্থীর পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মঈদুর রহমান জেম উল্লেখ করেন, “ব্রাইট স্কুল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেয়। প্রতিবছর মেধাবৃত্তি, ডাবল হ্যাটট্রিক ও ট্রিপল হ্যাটট্রিক পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে, যা কৃতিত্বপূর্ণ ফলাফলের দিকে আরও উৎসাহিত করে।”
অনুষ্ঠানের শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।
ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার মান রক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিআলো/তুরাগ



