ব্রাইডাল লুকে নতুন চমক অপু বিশ্বাসের
dailybangla
07th Jan 2026 10:33 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ব্রাইডাল ফটোশুট মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
শেয়ার করা ছবিতে গোল্ডেন অফ-হোয়াইট লেহেঙ্গায়, ভারী গয়না ও টিকলিতে অপুকে দেখা গেছে এক অনন্য রূপে। হাতে পুরোনো দিনের ক্যামেরা, স্নিগ্ধ হাসি আর পরিমিত মেকআপে তার লুক পেয়েছে রাজকীয় আবহ।
ভক্তদের মন্তব্যে ভরে উঠেছে তার পোস্ট। অনেকেই প্রশংসা করে লিখেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আরও পরিণত হয়েছে।
এদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ সিনেমার ফার্স্ট লুক ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
বিআলো/শিলি



