ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের আশা বাচিঁয়ে রাখল বলিভিয়া
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য বলিভিয়াকে তাদের ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো এবং একই সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। এমন জটিল সমীকরণের ম্যাচে বলিভিয়া ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে এবং একই সময়ে অন্য ম্যাচে কলম্বিয়া ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে হারিয়েছে। এই ফলাফলগুলো বলিভিয়াকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।
আর অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে গেছে ভেনেজুয়েলা। তাতে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া।
এল আলতোর উচ্চতার জন্য নিজেদের স্বাভাবিক ফুটপবল খেলতে পারেনি ব্রাজিল। তার সুযোগ নিয়েছে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে ব্রাজিল থেকে যোজন যোজন এগিয়ে ছিল বলিভিয়া।
বলিভিয়া গোলের জন্য ২৩ শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্য দিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ্যে।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে বাড়ানো সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলকিপার আলিসন।
দ্বিতীয়ার্ধে বলিভিয়া বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলেও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
এদিকে লাতিন আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ও প্যারাগুয়ে।
বিআলো/শিলি