ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, রেস্টুরেন্টটিতে ড্রেস কোড মেনে চলা হচ্ছিল না, খাদ্য প্রস্তুতকারীদের হাতে গ্লাভস ছিল না এবং স্টোররুমে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি পরবর্তীতে একই ধরনের অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় সাধারণ ভোক্তাদের মাঝে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
বিআলো/ইমরান