ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শৃঙ্খলার আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই (রবিবার) জেলা পুলিশ লাইনসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সকল সার্কেল অফিসার, জেলার থানাসমূহের অফিসার ইনচার্জ (ওসি), ডি আই ও-১, ওসি ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলার অগ্রগতি এবং পুলিশি কার্যক্রম আরও দক্ষ ও জনবান্ধব করার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলা পুলিশের প্রতি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের এই স্বীকৃতি অন্যদেরও উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেন পুলিশ সুপার।
পুলিশ সদস্যরা কল্যাণ সভায় তাদের দাবিদাওয়া ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব প্রস্তাব শোনেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন।
সভা শেষে পুলিশ সুপার এহতেশামুল হক পুলিশ সদস্যদের মেস, ব্যারাক, ডি-স্টোর এবং রেশন স্টোর পরিদর্শন করেন। তিনি সদস্যদের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এই সভার মাধ্যমে জেলার পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা, উৎসাহ এবং পেশাদারিত্ব আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।
বিআলো/এফএইচএস