ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যাত্রী দুর্ভোগ চরমে
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকরা।
কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে জেলাজুড়ে প্রধান প্রধান সড়কসহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
ফলে চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণ পরিবহনে। তবে দুর্ভোগের মাত্রা আরো বাড়ে বিক্ষুদ্ধরা কুমিল্লা- সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করার ফলে। এতে মহাসড়কের দু,পাশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। এক পর্যায়ে যাত্রীরা পায়ে হেটে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। পরে পুলিশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ৩ ঘন্টা পর বেলা ১২টার দিকে যান চলাচল শুরু করে।
তবে তাদের ৩ দফা দাবী, জব্দকৃত সকল সিএনজি চালিত অটোরিশা ছেড়ে দেওয়া, পারমিট অনুযায়ী জেলা সর্বত্র অবাধ চলাচল এবং ট্রাফিক বিভাগের হয়রানি বন্ধ করার দাবি আদায় না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ