• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ দিবস উদযাপন 

     dailybangla 
    15th Nov 2025 11:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রেলপথ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলকে ভালোবাসেন এমন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন দায়িত্বরত স্টেশন মাস্টার শাকির জাহান, প্রধান বুকিং সহকারী কবির হোসেন, আরএনবি ইনচার্জ এনামুল সরকারসহ স্টেশনে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা–কর্মচারীরা।

    ১৮৬২ সালের ১৫ নভেম্বর এ ভূখণ্ডে প্রথম রেলপথ স্থাপন এবং ট্রেন চলাচলের সূচনা হয়। দীর্ঘ ১৬৩ বছরের পথচলায় দেশের রেলব্যবস্থায় এসেছে নানান উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া; নির্মিত হয়েছে বহু স্থাপনা ও অবকাঠামো। তবে দুঃখজনক হলেও সত্য-সময়ের সঙ্গে তাল মিলিয়ে যে অগ্রগতি অর্জন করা উচিত ছিল, সেই কাঙ্ক্ষিত উন্নতি এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। নানা সীমাবদ্ধতা নিয়ে এখনো বলা যায়—খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যাচ্ছে দেশের এ গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা।

    সাম্প্রতিক সময়ের ইঞ্জিন সংকট, দুর্ঘটনা এবং নানামুখী চ্যালেঞ্জে জর্জরিত প্রিয় এই রেলওয়েকে ঘিরে আজকের অনুষ্ঠানে ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। রেলের সব বিপদ-মুক্তির পাশাপাশি সীমাবদ্ধতার মধ্যেও নিরলস পরিশ্রম করে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া করা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930