• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

     dailybangla 
    30th Dec 2025 5:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে গড়ে উঠলেই একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাই হোক তোমাদের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা দিয়ে আসছে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তারা যেমন আমাদের গর্ব, তেমনি যারা পুরস্কার পায়নি তারাও আমাদের ভবিষ্যৎ সম্পদ। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক রুমানুল ফেরদৌসী রুমা, ব্যবস্থাপনা পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ। তিনি বলেন, শিক্ষা মানে শুধু ভালো ফলাফল নয়; শিক্ষা মানে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সম্মান ও অভিভাবকদের দোয়া থাকলে সাফল্য অবশ্যম্ভাবী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সুরমা আক্তার। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশির উদ্দিন চিশতি। পরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

    বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার হেপি’র সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031