• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রিজ নির্মাণ বন্ধের প্রতিবাদে কাউন্দিয়াবাসীর মানববন্ধন 

     dailybangla 
    28th Sep 2024 11:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উপকণ্ঠ তুরাগ নদীর উপর কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে গত বৃহস্পতিবার মিরপুরস্থ দিয়াবাড়ী চৌরাস্তায় কাউন্দিয়াবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে স্থানীয় জনসাধারণ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ সময় ক্ষুব্ধ জনতা গণমাধ্যমকে বলেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে তাদের জীবনমান থমকে আছে।

    তারা জানান, বিগত ২০১৫ সালে কাউন্দিয়া ব্রিজটি নির্মাণের জন্য একনেকে পাশ হয়। এলাইনমেন্ট জটিলতার কারণে ব্রিজটি কয়েক বছরেও নির্মাণ করা সম্ভব হয়নি। ঢাকা জেলা এলজিইডি অতি সম্প্রতি এলাইনমেন্ট জটিলতা অপসারণ করে টেন্ডারের মাধ্যমে ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। এমন সময় নৌপরিবহন মন্ত্রণালয় ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

    মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, ব্রিজের উচ্চতার অজুহাত দিয়ে কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করা যাবে না। তারা বলেন, সদ্য নির্মিত আমিনবাজারের ১২ লেনের ব্রিজটির উচ্চতা ৭.৬২ মিটার (২৫ ফুট)। অথচ সেটি বন্ধ করা হয়নি। এছাড়া বিরুলিয়া ব্রিজ, প্রত্যাশা ব্রিজ ও টঙ্গী ব্রিজের উচ্চতা ৭.৬২ মিটার। তুরাগ নদীর উপর নির্মিত প্রত্যেকটি ব্রিজের উচ্চতা একই হলেও কাউন্দিয়া ব্রিজের উচ্চতা নিয়ে তালবাহানা কেন?

    তারা বলেন, এটি একটি ষড়যন্ত্র। আমাদেরকে অন্ধকারে রাখার এ এক অপকৌশল। আমাদের সন্তানেরা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে না ব্রিজের অভাবে। যোগাযোগ ব্যবস্থার একমাত্র বাহনই হচ্ছে ডিঙ্গী নৌকা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদী পার হতে হয় কাউন্দিয়াবাসীকে।

    তারা জানান, বিগত ৫ বছরে ২ শতাধিক নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানিও ঘটেছে শতাধিক। নানা দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হয় বলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মানববন্ধনে তারা বলেন, গভীর রাতে কেউ অসুস্থ হলে চিকিৎসার অভাবে তিনি মারা যান। তারা ব্রিজের নির্মাণ কাজ চলমান রাখতে নৌপরিবহন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাসুদ খান, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার কবিরাজ ও সহ-সভাপতি শাহ আলম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল ইসলাম, সহ- সভাপতি আবুল কাশেম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম রাশেদ বিদ্যুৎ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু কাওসার, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আফাজ উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম, তারেক আজিজ, হাজী লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, বসির উদ্দিন ও ভূঁইয়া কামরুল হাসান সোহাগ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930