ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখো মুসলিম
dailybangla
13th Dec 2025 2:34 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কঠোর নাগরিকত্ব আইন দেশটির প্রায় ৯০ লাখ মুসলিমকে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে ফেলেছে- এমন সতর্কতা দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
রানীমীড ট্রাস্ট ও রিপ্রিভের গবেষণায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতার ফলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে সম্পর্কিত নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
আইন অনুযায়ী, কেউ অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হলে যদি তিনি সেই দেশে কখনো না থাকেন তবু তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে।
প্রতিবেদন বলছে, এই আইন কার্যত মুসলিম ও অশ্বেতাঙ্গ নাগরিকদের জন্য দুই স্তরের নাগরিকত্ব ব্যবস্থা তৈরি করেছে। সূত্র: মিডল ইস্ট আই
বিআলো/শিলি



