ভক্তদের চমকে দিলেন মাহিয়া মাহি, ফিরছেন ‘অন্তর্যামী’ রূপে
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর ফের আলোচনায় ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবনে সাবেক স্বামী রাকিব সরকারকে নিয়ে নতুন পোস্টের পরই ভক্তদের জন্য দিলেন আরও বড় সুখবর- ফিরছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’ নিয়ে, যেখানে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে এই তারকাকে।
বিচ্ছেদের পর অনেকদিন পর্দার আড়ালে ছিলেন মাহিয়া মাহি। সম্প্রতি নিজের ফেসবুকে সাবেক স্বামী রাকিব সরকার ও সন্তানকে সঙ্গে নিয়ে দুটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে শুধু লেখেন- ‘মাশাআল্লাহ’, সঙ্গে ভালোবাসার ইমোজি। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
ঠিক এমন সময়েই মাহি ভক্তদের জন্য দিলেন নতুন সিনেমার ঘোষণা। সৈকত নাসির পরিচালিত ‘অন্তর্যামী’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। মাহির ভাষায়, এটি তার সুপারহিট ছবি ‘অগ্নি- ২’ -এর গল্পের ধারাবাহিকতা বহন করলেও, কোনোভাবেই ‘অগ্নি’র সিক্যুয়েল নয়।
মাহি বলেন, “‘অগ্নি’ ছিল প্রতিশোধের গল্প, আর ‘অন্তর্যামী’ হলো টিকে থাকার গল্প- এক নারী যোদ্ধার জীবন সংগ্রাম।” তিনি আরও জানান, এটি সম্পূর্ণ ‘লেডি অ্যাকশন’ সিনেমা, যেখানে নেই কোনো প্রচলিত নায়ক। অ্যাকশনের সমস্ত ভার নিজের কাঁধেই নিয়েছেন তিনি।
অভিনেত্রীর দাবি, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। গল্পে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন মাহি এবং নয় বছরের শিশুশিল্পী মাবশু, যে অভিনয় করছে ‘অন্তর্যামী’ চরিত্রে।
অ্যাকশন কোরিওগ্রাফি করছেন ভারতের বাবা যাদব, আর ফাইট ডিরেকশনে রয়েছেন জাইকা স্ট্যান্ট।
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে নতুন সিনেমার খবর- দুই মিলিয়েই যেন নতুন এক মাহিয়া মাহি ফিরে আসছেন দর্শকদের মাঝে।
বিআলো/শিলি