ভদ্রতার মূল্য নেই: মিষ্টি জান্নাত
dailybangla
25th Dec 2025 10:58 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বর্তমান সমাজব্যবস্থা ও আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
নিজের পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ভদ্র আচরণ ও সম্মানের কোনো মূল্য আজকের সমাজে নেই। তাই তিনি আগের মতোই স্পষ্টভাষী অবস্থানে ফিরে এসেছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, ছোট চরিত্রে কাজ করে আত্মসম্মান ক্ষুণ্ন করার চেয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই শ্রেয়।
তার এই বক্তব্যে ভক্তদের একাংশ সমর্থন জানালেও কেউ কেউ এর পেছনের ইঙ্গিত খুঁজছেন।
২০১৪ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও কাজ করছেন মিষ্টি জান্নাত, তবে তার মন্তব্য প্রায়ই বিনোদন অঙ্গনে বিতর্কের জন্ম দেয়।
বিআলো/শিলি



