নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
বুধবার (৯ জুলাই) বাড্ডা ও রামপুরা থানা বিএনপির উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন জনগণ নাগরিক অধিকার ফিরিয়ে নেবে। যারা নির্বাচন পেছাতে চায়, তাদের চিহ্নিত করুন। নির্বাচনের পর বিচার করা হবে’।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে “গণবিরোধী” আখ্যা দিয়ে আমিনুল হক বলেন, ‘যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে। বাংলাদেশের মানুষ মতামতবিহীন পদ্ধতি কখনো গ্রহণ করবে না।’
তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। জনগণকে সাথেই নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ‘ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে, তবে কোনো অন্যায়-অবিচার করা যাবে না।
সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের আগে সদস্যপদ নবায়ন হবে। যারা অজুহাতে কর্মসূচিতে আসেননি, তাদের হবে না।” এছাড়া “আওয়ামী দোসর বা সুবিধাবাদীদের’ সদস্য করা হলে দায়দায়িত্ব স্থানীয় নেতার উপর পড়বে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম বলেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতিত্ব করেন বাড্ডা থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদের বাবু ও রামপুরা থানা বিএনপি আহ্বায়ক হেলাল কবির হেলু। এছাড়াও মহানগর বিএনপির বিভিন্ন নেতা, থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
