• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় মানববন্ধন 

     dailybangla 
    04th Jul 2025 5:58 pm  |  অনলাইন সংস্করণ

    আজকের মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, এটি চালিতাবুনিয়ার অস্তিত্ব রক্ষার চিৎকার

    নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়ন নদীভাঙন ও জলোচ্ছ্বাসে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই প্লাবনে ভেসে যায় এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি কবরস্থান পর্যন্ত। বছরের পর বছর ধরে চলা এই দুর্দশার স্থায়ী সমাধান চেয়ে এবার রাজধানী ঢাকায় মানববন্ধনে সরব হয়েছেন এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চালিতাবুনিয়াসহ রাঙ্গাবালীর বিভিন্ন ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। উপস্থিত ছিলেন শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, সামাজিক সংগঠকসহ নানা পেশার মানুষ।

    মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে—কিন্তু বাস্তব রক্ষা আসে না। টেকসই কোনো বাঁধ হয়নি। লোক দেখানো কিছু প্রকল্প হলেও তা স্থায়ী নয়। বর্ষা এলেই আবার সব ভেসে যায়।”

    তারা অভিযোগ করেন, প্রতিবছর যে বাঁধ মেরামত করা হয়, তা প্রথম ঢলেই ভেঙে পড়ে। তাই স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

    মানববন্ধনে তিন দফা দাবি উত্থাপন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন, “চালিতাবুনিয়ায় ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণ, ভাঙনে গৃহহারা মানুষদের পুনর্বাসন, এবং ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দের দাবি জানাচ্ছি। শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। নদীভাঙনের কারণে অনেক পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই এই তিনটি দাবি শুধু চাওয়া নয়—এখন এটি তাদের মৌলিক অধিকার।”

    মানবকল্যাণমূলক সংগঠন ‘বোধ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “চালিতাবুনিয়ার মানুষ শুধু ঘর হারায়নি, তারা হারিয়েছে নিরাপত্তা, মৌলিক অধিকার এবং ভবিষ্যতের স্বপ্ন। এই নদীভাঙন কোনো নতুন সংকট নয়—বছরের পর বছর ধরে এটা চলছে। অথচ প্রতিবছরই প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা গেলেও বাস্তব উদ্যোগের ঘাটতি থেকেই গেছে। আজকের মানববন্ধন কেবল একটি কর্মসূচি নয়, এটি চালিতাবুনিয়ার অস্তিত্ব রক্ষার চিৎকার। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই—এই এলাকাটিকে ‘দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ, গৃহহারা মানুষের পুনর্বাসন এবং ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ—এই তিনটি দাবির বাস্তবায়ন নিশ্চিত করুন।”

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের, বাহাউদ্দীন হাওলাদার, দেলোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি রাকিবুল হাসান আলমাস, বাদল ফরাজী, রুবেল মুফতী, নিয়াজ খান, রায়হান মুফতীসহ চালিতাবুনিয়ার সাধারণ জনগণ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930