ভাবিনি আবার প্রেম আসবে: আমির খান
বিনোদন ডেস্ক: দ্বিতীয় দাম্পত্য ভাঙার কয়েক বছর পর আবারও প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গৌরী স্প্র্যাট নামের এক নারী এখন তার জীবনে স্থিরতার প্রতীক।
দীর্ঘ অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর ৬০ বছর বয়সে এসে নতুনভাবে প্রেম খুঁজে পেয়েছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেন তিনি।
আমির জানান, বিচ্ছেদের পর ভেবেছিলেন বাকি জীবন হয়তো একাই কাটাতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে পরিচয়ের পর সেই ধারণা বদলে যায়।
একসময় আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন গৌরী স্প্র্যাট। জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবারের মতো তাকে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা। তার ভাষ্যমতে, “আমার জীবনে আবার এমন কাউকে পাব- কখনো ভাবিনি। গৌরী এসে আমার জীবনকে স্থিরতা দিয়েছে।”
নিজের অতীত দুই বিবাহ, রিনা দত্ত ও কিরণ রাও নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, জীবনের প্রতিটি সম্পর্কই তাকে সমৃদ্ধ করেছে, আর বর্তমানের প্রেম গৌরী সেই ধারাকে নতুন মাত্রা দিয়েছে।
বিআলো/শিলি



