ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন ডাকসু নেতৃবৃন্দ
মো. যুবায়ের আলম: ভারতীয় আধিপত্যবাদ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।
গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। এসময় আবরার ফাহাদসহ জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
কবর জিয়ারত শেষে ডাকসু নেতৃবৃন্দ শহীদ আবরারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান ও রায়হান উদ্দীন। শহীদ আবরারের পিতা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও আমাদের প্রেরণার বাতিঘর। খুনী হাসিনার শাসনে আমাদেরকে ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হতে হয়েছিল। শহীদ আবরার সেই শোষণ-আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। তাঁর দেখানো পথেই জুলাইয়ে বিপ্লব সংঘটিত হয়েছে।”
তিনি আরও বলেন, “শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী পরিবর্তনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে আগামী ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই।”
বিআলো/তুরাগ