• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন চায় জাগপা 

     dailybangla 
    24th Mar 2025 5:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভারতীয় প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সোমবার দলটির সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া জানায়।

    তাসমিয়া প্রধান বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এটার মূল কারণ আমরা একটা সৌজন্য সাক্ষাত করতে চেয়েছি। অনেকেই জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগাপা’র দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আমরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।

    তিনি সৌজনের সাক্ষাতের বিষয়ে বলেন, মূল কারণটা হলো আমারা তো নিবন্ধন পেয়েছি, কোর্টের ফরমালিটিস তো হবে। এছাড়া উনাকে জানানো যে, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।

    ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন, যেই নির্বাচন আমরা গত ১৬ বছর দেখেছি, যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের সিইসি নেতৃত্বে সামনে যে নির্বাচন হবে এটা অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ভারতীয় প্রভাবমুক্ত হবে।

    তাসমিয়া প্রধান বলেন, আমরা উনার সঙ্গে সাক্ষাত করে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি, জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার। আমরা জানালাম যে সব ধরনের সহাযোগিতা আমাদের জায়গা থেকে করবো।

    তিনি আরো বলেন, ছাত্র বিপ্লবের পর আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি এখন নির্বাচন কমিশন আপিল করলে আমরা সেটা আইনগতভাবে মোকাবেলা করবো। নিবন্ধন চলে আসলে কতজন নারী আছে সেটা মনে হয় কম, আপনারা জানেন। আমাদের দলে ৩০ শতাংশ আছে। তবে আইনে এটা বেড়েছে।

    ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আইন হলে ৪৪টি দল নিবন্ধন পায়। এরমধ্যে ৫ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। এছাড়া আরো ১০টি দল নিবন্ধন পায়। ফলে বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৪৯টি। নিবন্ধন হারানো দল: স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন প্রথম বাতিল হয়। দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালত। একাদশ সংসদ নির্বাচনের আগে আদালতে আপিল নিষ্পত্তির ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করে ইসি।

    একাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি ও ২০২১ সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করা হয়। সে সময় কাজী ফারুকের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন কমিশনকে কোনো তথ্য দিতে পারেনি।

    ফেরদৌস কোরেশীর দল পিডিপির কেন্দ্রীয় দপ্তর এবং জেলা ও উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা পায়নি কমিশন।

    এছাড়া শফিউল আলম প্রধানের দল জাগপা এক তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় দলীয় কার্যালয় ও ১০০টি উপজেলায় ২০০ জন ভোটার সদস্যও দেখাতে পারেনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930