ভারতীয় বোর্ডের নজরে পাকিস্তান অধিনায়ক
dailybangla
01st Oct 2025 5:08 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের পর দেওয়া মন্তব্যের কারণে বিপাকে পড়তে পারেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের অভিযানে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিশুদের জন্য পুরো দল ম্যাচ ফি দান করছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটিকে রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছে। সংবেদনশীল ইস্যুতে ভারতের নাম জড়িয়ে বক্তব্য দেওয়াকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে করছে তারা। ফলে সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এদিকে পাকিস্তান অধিনায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির পক্ষেও সাফাই দিয়েছেন। তার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিআলো/শিলি