ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে অনুমোদন দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমদানিকারক দেশগুলোর ওপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জের ধরে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন তিনি। যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে শক্তিশালী করছে, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে।
রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ সম্মতি দিয়েছেন। এর মাধ্যমে রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ প্রয়োগ করতে পারবে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন।
বিলটিতে যেসব দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে, সেসব দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে।
এই বিলটি পাস হলে যারা রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া হলো এর উদ্দেশ্য।
এই বিল পাস হলে বেশ ঝুঁকিতে পড়বে ভারত। রাশিয়া থেকে তেল কেনার কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আগে থেকেই কার্যকর রয়েছে। নতুন বিল পাস হলে এই শুল্কের পরিমাণ ৫০০ শতাংশ পর্যন্ত বাড়বে। ফলে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে। মার্কিন নীতিনির্ধারকদের মতে, পুতিনকে দমাতে এই কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই।
বিআলো/এনএনইউ



