ভারতের ছয় রিঅ্যাক্টরের বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালুর প্রতিশ্রুতি রাশিয়ার
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কুণ্ডনকুলমে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ সক্ষমতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছয় রিঅ্যাক্টরবিশিষ্ট এই প্রকল্প ভারত-রাশিয়া অংশীদারত্বের বড় অর্জন।
ইতোমধ্যে দুটি রিঅ্যাক্টর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি চারটির নির্মাণকাজ চলছে দ্রুতগতিতে।
পুতিন জানান, তৃতীয় রিঅ্যাক্টরের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হয়েছে, যা কার্গো বিমানে পাঠানো হয়েছে রাশিয়া থেকে।
২০২৪ সালের চুক্তি অনুযায়ী তৃতীয় ও চতুর্থ রিঅ্যাক্টরের পুরো কার্যকালজুড়ে জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। মোট সাতটি ফ্লাইটে জ্বালানি পরিবহন সম্পন্ন হবে।
রাশিয়া ভবিষ্যতে ভারতে ছোট আকারের রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক কেন্দ্র, চিকিৎসা ও কৃষিখাতে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগেও সহযোগিতা বাড়াতে আগ্রহী।
পুতিন বলেন, দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জ্বালানি নিরাপত্তায় রাশিয়া বিশ্বস্ত অংশীদার। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



