• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, প্রতিবাদে কর্মীদের ‘পার্টি’ 

     dailybangla 
    31st Aug 2025 2:16 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: কেরালার এরনাকুলামে ক্যানারা ব্যাংকের কর্মীরা এক ভিন্নধর্মী প্রতিবাদ করেছেন। নতুন যোগ দেওয়া এক ম্যানেজার ক্যান্টিনে গরুর মাংস পরিবেশন বন্ধের নির্দেশ দেন। এরপর কর্মীরা ক্ষোভ প্রকাশ করে ‘বিফ ফেস্ট’ আয়োজন করেন।

    ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই) এই কর্মসূচি নেয়। সংগঠনের নেতারা জানান, প্রথমে তারা ম্যানেজারের অশালীন আচরণ ও মানসিক হয়রানির প্রতিবাদ করতে চেয়েছিলেন। কিন্তু গরুর মাংস নিষেধাজ্ঞার পর কর্মীরা সিদ্ধান্ত নেন ক্যান্টিনের সামনে গরুর মাংস আর পরোটা খেয়ে প্রতীকী উৎসবের আয়োজন করবেন।

    সংগঠনের নেতা এস এস অনিল বলেন, ‘এখানে ছোট্ট একটি ক্যান্টিন আছে, যেখানে নির্দিষ্ট দিনে গরুর মাংস পরিবেশন করা হয়। কিন্তু ম্যানেজার ক্যান্টিনের কর্মীদের বলেছেন, আর গরুর মাংস দেওয়া যাবে না। এই ব্যাংক সংবিধানের নিয়ম মেনে চলে। খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়। ভারতে প্রত্যেকেরই নিজের খাবার বেছে নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে জোর করছি না গরুর মাংস খেতে। এটি কেবল আমাদের প্রতিবাদের একটি উপায়।’

    এ ঘটনায় কেরালার স্বতন্ত্র এমএলএ কে টি জালিল প্রতিবাদকারীদের প্রশংসা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘উর্ধ্বতন কর্মকর্তাদের ঠিক করার অধিকার নেই মানুষ কী পরবে, কী খাবে, কী ভাববে।’

    এর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার গরু বিক্রি নিষিদ্ধ করলে কেরালার বিভিন্ন স্থানে ‘বিফ ফেস্ট’ আয়োজন করে মানুষ প্রতিবাদ জানায়। এবারও সেই একই ধরনের আন্দোলন ফের আলোচনায় এসেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031