ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির
dailybangla
24th Oct 2025 6:16 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে।
বুধবার যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের অবস্থানকে সম্মান করি, একইভাবে আমাদেরও সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড।”
তিনি বলেন, “আমরা মেজরিটি ও মাইনরিটি ধারণায় বিশ্বাস করি না; আমরা ঐক্য চাই। ধর্ম ও দলের বিভাজনে জাতিকে আর বিভক্ত হতে দিতে চাই না।”
ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার বিষয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়ানোর পক্ষে নই, আবার জোর করে কাউকে থামাতেও চাই না। ন্যায় ও প্রমাণের ভিত্তিতে কারও দখলকৃত সম্পত্তি ফেরত দেওয়া উচিত- এই আমাদের অবস্থান।”
বিআলো/শিলি



