ভারতের সমর্থন কখনো ভুলবে না ইসরাইল: গিডিয়ন সার
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, সংকটের সময়ে ভারতের পাশে দাঁড়ানো ইসরাইল আজও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তিনি জানান, দুই দেশের সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও বাড়ছে।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম বিশ্ব নেতা হিসেবে ইসরাইলকে সমর্থন জানান, যা তেল আবিব কখনো ভুলবে না।
তিনি আরও বলেন, খুব শিগগিরই দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরাইলের অভিজ্ঞতা ভারতের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সার বলেন, ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব এবং ইসরাইলের আঞ্চলিক অবস্থান মিলিয়ে দুই দেশ একসঙ্গে বড় লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে।
বিআলো/শিলি



