ভারতের হারে বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। জটিল সমীকরণের সেই সম্ভাবনা টিকে ছিল ভারতের ম্যাচের ফলাফলের ওপর।
কিন্তু মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ভারতের অপ্রত্যাশিত হারে শেষ হয়ে গেল বাংলাদেশেরও সব হিসাব।
সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের মাঠে ভারত ২-১ গোলে হেরে গেলে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কর্পুরের মতো উড়ে যায় হামজা-শামিতদের।
এখন বাংলাদেশকে বাকি দুটি ম্যাচ খেলতে হবে শুধুই আনুষ্ঠানিকতা হিসেবে- নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে এবং আগামী বছরের মার্চে সিঙ্গাপুরে অ্যাওয়ে ম্যাচে।
গ্রুপ ‘সি’- এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট ৮ করে, আর বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ২ করে। অর্থাৎ হংকং কিংবা সিঙ্গাপুরের এক দলই জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে।
গ্রুপ পর্বের শুরুতে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, তার লক্ষ্য ঘরের তিন ম্যাচেই জয়। কিন্তু বাস্তবতা হলো, ঘরের তিন ম্যাচের দুটিতে এসেছে হার, আর দুইটি পয়েন্ট মিলেছে প্রতিপক্ষের মাঠে ড্র করে।
বাংলাদেশ ও ভারতের একসঙ্গে বিদায় দক্ষিণ এশিয়ার ফুটবলের বাস্তব চিত্রই আবারও উন্মোচন করেছে- যেখানে প্রতিযোগিতার মঞ্চে এখনো দৃঢ় অবস্থান গড়ে তুলতে পারেনি এই অঞ্চলের কোনো দল।
বিআলো/শিলি



