• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতে করোনায় আরও ৬ জনের মৃত্যু 

     dailybangla 
    11th Jun 2025 7:33 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২১ জনে। এই সময়ে মারা গেছেন ছয়জন, ফলে চলতি বছরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ জনে।

    মৃতদের মধ্যে তিনজন কেরালার, দুজন কর্ণাটকের ও একজন মহারাষ্ট্রের বাসিন্দা। এদের মধ্যে একজন ৪৩ বছর বয়সী পুরুষ যিনি আগে থেকেই দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ছিলেন। বাকিরা সবাই বয়সের কারণে ঝুঁকিপূর্ণ ছিলেন এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন।

    কেরালায় সবচেয়ে বেশি সক্রিয় রোগী- ২ হাজার ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় এখানেই নতুন করে ১৭০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গুজরাটে ১১৪ এবং দিল্লিতে ৭৫৭ জন সক্রিয় রোগী রয়েছে।

    চিকিৎসকদের মতে, এলএফ.৭, এক্সএফজি, জেএন.১ এবং নতুন এনবি.১.৮.১ ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ বাড়ছে। তাদের মতে, সাধারণ মানুষের জন্য আপাতত নতুন বুস্টার ডোজের প্রয়োজন নেই, তবে বয়স্ক ও অসুস্থদের জন্য টিকা কার্যক্রম চালু রাখা জরুরি।

    তারা আরও বলেন, শরীরে ভ্যাকসিন এবং আগের সংক্রমণের মাধ্যমে ‘হাইব্রিড ইমিউনিটি’ তৈরি হয়েছে, যা পরিস্থিতি মোকাবেলায় সহায়ক। তবে জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

    কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলেছে। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন সবাইকে স্বাস্থ্যবিধি-মাস্ক পরা, হাত ধোয়া ও ভিড় এড়িয়ে চলার- আবারও অনুসরণ করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের জন্য আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031