ভারতে না খেললে ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই
আর্ন্তজাতিক ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আর্থিক ক্ষতির হিসাব কষতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক ও ক্রীড়া ইস্যুর জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। আইসিসি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
ইডেন গার্ডেনস ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে চার ম্যাচে মোট প্রায় ২ লাখ ২২ হাজার দর্শক উপস্থিতির সম্ভাবনা ছিল। যদিও টিকিট বিক্রির অর্থ সরাসরি বিসিসিআইয়ের হাতে যায় না, তবে স্থানীয় স্পনসরশিপ, ভিআইপি বক্স এবং ম্যাচ-ডে আয় থেকে বড় অঙ্কের রাজস্ব আসার কথা ছিল।
হিন্দুস্থান টাইমসের হিসাব অনুযায়ী, বিকল্প ম্যাচ না পেলে বিসিসিআইয়ের ক্ষতি হতে পারে ৭ থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত। তবে একই ভেন্যুতে অন্য ম্যাচ আয়োজন করা গেলে এই ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব।
বিআলো/শিলি



