ভারতে পালানোর পথে মহানগর দক্ষিণ আঃ লীগের দপ্তর সম্পাদক আটক
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মানবপাচার চক্রের তিন দালালও ধরা পড়ে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভারতে পালানোর জন্য রিয়াজ উদ্দিন পিপুলবাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে যান। পরে দালাল চক্র তাকে জিম্মি করে কয়েক দফায় টাকা দাবি করে এবং ব্যর্থ হলে হত্যার হুমকি দেয়। শনিবার ভোরে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ লাফিয়ে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে দুই দালালসহ তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভজের আলীও ধরা পড়ে।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মহেশপুর থানা পুলিশ রিয়াজ ও তিন দালালকে থানায় নিয়ে যায়।
শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, রিয়াজ জানিয়েছেন-দালালরা তাকে তিনদিন আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নিয়েছে।
মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রিয়াজ উদ্দিনের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটারা থানায় হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হবে।
বিআলো/এফএইচএস