• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতে শ্লীলতাহানির শিকার খোদ মন্ত্রীর মেয়ে! 

     dailybangla 
    03rd Mar 2025 12:39 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ক্ষমতাসীন বিজেপি-শাসিত মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রীর নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। খোদ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী রক্ষা খাদসে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কিছু কিশোরের বিরুদ্ধে।

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জলগাওয়ে ‘সন্ত মুক্তাই যাত্রা’ চলাকালীন একটি মেলায় কিশোরীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ইতোমধ্যে এক কিশোরকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার পর কংগ্রেস বলছে, বিজেপি-শাসিত রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েরই নিরাপত্তা নেই। চাপে পড়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

    ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রক্ষা খাদসে। রোববার (২ মার্চ) স্থানীয় থানায় কিশোরী মেয়েকে হেনস্তার অভিযোগ দায়ের করার পর রক্ষা বলেন, ‘শিবরাত্রী উপলক্ষে প্রতিবছর কোথালিতে ধর্মীয় যাত্রার আয়োজন করা হয় এবং মেলা বসে। ওই মেলায় গিয়েছিল আমার মেয়ে। সেখানে কিছু কিশোর ওকে হেনস্তা করে। কেন্দ্রীয় মন্ত্রী বা সাংসদ হিসেবে নয়, একজন মা হিসেবে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইছি আমি।’

    কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ পেয়েই মাঠে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক কিশোরকে। মুক্তাইনগরের ডিএসপি কুশান্ত পিঙ্গড়ে জানান, অভিযুক্ত কিশোর বেশ কিছু কিশোরীর সঙ্গে ‘আপত্তিকর ব্যবহার’ করেছে। এমনকি দেহরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সে। ওই কিশোরকে জিজ্ঞসাবাদে ঘটনার সঙ্গে জড়িত আরও ৭ জনের নাম উঠে এসেছে।

    তবে এক্ষেত্রে রাজনৈতিক চাপের কথা অস্বীকার করে ডিএসপি জানান, পকসো আইনে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

    এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে বেজায় অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের শাসক দল বিজেপি। খোদ কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যেখানে আমার মেয়ের সুরক্ষা নেই, তাহলে অন্যদের অবস্থা কী? রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া ব্যবস্থা নেয়া হোক।’

    এদিকে রাজ্যের কংগ্রেস সভাপতি হর্ষবর্ধনের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অবিলম্বে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। চাপে পড়ে মুখ খুলেছেন ফড়নবিসও। তিনি জানান, অভিযুক্তদের কোনো ছাড় দেয়া হবে না। সূত্র: সংবাদ প্রতিদিন

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031