ভারত থেকে আমদানি হয়েছে ৫৯৩ টন কাঁচা মরিচ
dailybangla
16th Oct 2024 7:10 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ভারত থেকে দুদিনে বেনাপোল বন্দরে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ। দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচদিন। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরও ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
শুল্ক পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
এবার এই নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে যশোরসহ আশপাশের বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরও কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে। খালাস করে নিয়ে যাবেন আমদানিকারকরা।
বিআলো/শিলি