ভারত থেকে চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের
আর্ন্তজাতিক ডেস্ক: চলমান বাণিজ্য আলোচনার মাঝেই ভারতীয় কৃষিপণ্য, বিশেষত চাল আমদানিতে নতুন করে শুল্ক আরোপের সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ভারত থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে ভারত যুক্তরাষ্ট্রে “চাল ডাম্পিং” করছে।
মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানান, ভারতীয় চালের ক্ষেত্রে কোনো শুল্ক ছাড় নেই এবং আলোচনাও চলছে।
সাম্প্রতিক সময়েই দুই দেশের মধ্যে শুল্ক ইস্যুতে উত্তেজনা বেড়েছে, যা বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী প্রতিবাদ পর্যন্ত গড়িয়েছে।
ট্রাম্প দাবি করে আসছেন, বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে তিনি ভারত-পাকিস্তান সংঘাত কমাতে সাহায্য করেছেন, যদিও নয়াদিল্লি এসব দাবি অস্বীকার করেছে।
এরই মধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছিল, যা কমানোর আলোচনা চললেও ট্রাম্প আবারও নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
বিআলো/শিলি



