ভারত ১০০ বছরে বিভিন্ন রাষ্ট্র দখল করেছে: ব্যারিস্টার ফুয়াদ
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ॥ ভারত গত একশ বছরে বিভিন্ন রাষ্ট্র দখল করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মানিকগঞ্জ জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এস আলমের টাকা শুধু শেখ হাসিনাই খান না; দেশের অনেক রাজনৈতিক দলের নেতারাও তার টাকায় ব্যবসা করছেন। সেই টাকায় ছেলেমেয়েদের বিদেশে পড়াচ্ছেন। ইতিহাসের শিক্ষা ভুলে গেলে স্বাধীনতার পতন ঘটে। ১৭৫৭ সালের মতো আজও ভেতরের ঘুষেটি বেগমরা দেশ বিক্রি করছে। তাদের চিনে রাখা জরুরি।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি এস আলমের প্রভাবের মাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে টিকিয়ে রাখতে চায়। “এভাবে তারা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছে। মানুষ যদি নিরবে টকশো দেখে সময় পার করে দেয়, একদিন ঘুম থেকে উঠে দেখবে দেশের পতাকা, পুলিশ, এমনকি জাতীয় সংগীতও পরিবর্তন হয়ে গেছে,” বলেন ফুয়াদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির মানিকগঞ্জ জেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, গণঅধিকার পরিষদের হাসান, খেলাফত মজলিসের রমজান মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী।