• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘ভারসাম্যপূর্ণ সরকারে পিআর পদ্ধতির বিকল্প নেই’ — জামায়াত নেতা 

     dailybangla 
    31st Aug 2025 7:35 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    শনিবার (৩০ আগস্ট) বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন ঘটবে, এককভাবে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না।”

    তিনি আরও দাবি করেন, দেশে এখনো সাংবাদিকবান্ধব আইন হয়নি, ফলে অনেক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। বরিশালের স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থা ও অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে তিনি মাওয়া–বরিশাল মহাসড়ককে দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানান।

    জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেলাল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা ও সবার কল্যাণ নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

    মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, সম্ভাব্য প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, মাস্টার আ. মান্নানসহ দলীয় নেতারা। সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুসহ অতিথিরাও বক্তব্য রাখেন।

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930