ভালুকায় মরদেহ পোড়ানোর ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। এ নিয়ে পুলিশ ও র্যাবের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে জামিরদিয়া এলাকার একটি কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি



