• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হল মানুষের সেবা করা: লিটন এরশাদ 

     dailybangla 
    04th Aug 2025 10:30 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে একটি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

    ৩ আগস্ট, রবিবার সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে শিবিরটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক নেতা লিটন এরশাদ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিটন এরশাদ বলেন, “আমরা সবাই মানুষের ঘরে জন্ম নিয়েছি বলে মানুষ হলেও প্রকৃত মানুষ হতে হলে মানবিক গুণাবলি অর্জন করতে হয়। সমাজে কদর্যতা রয়ে গেছে, কারণ সবাই এখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারিনি। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করতে হবে। বিশেষ করে মানুষের সেবা করাকে সবচেয়ে বড় কাজ হিসেবে দেখতে হবে। এই সেবামূলক কাজ সমাজ ও দেশের জন্য কল্যাণকর। আজ রোকনুজ্জামান যে কাজটি করছেন, তা হলো মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা দেওয়া।

    তিনি দীর্ঘ এক যুগ ধরে এই কার্যক্রম পরিচালনা করে সফলভাবে ১৪০টি চক্ষু শিবির শেষ করেছেন, যা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সহায়ক হয়েছে। যেকোনো উদ্যোগ সফল হয় তখনই, যখন তার পেছনে মানুষের আস্থা ও বিশ্বাস থাকে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স আর সি ওয়াই চাঁদপুরের সভাপতি ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান এবং কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির প্রতিনিধি দেলওয়ার হোসেন।

    সভা পরিচালনা করেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজর আলী বকাউল। বক্তব্য রাখেন মো. ফজর আলী বকাউল ও মো. মোখলেসুর রহমান গাজী।

    আলোচনাসভা শেষে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ছয়জন চিকিৎসক প্রায় এক হাজার রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি লিটন এরশাদ ও বিশেষ অতিথি ফখরুদ্দিন আহমেদ রিয়াজকে ফুল দিয়ে বরণ করেন আয়োজক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

    সমাপনী বক্তব্যে লিটন এরশাদ বলেন, “ভালো কাজের মধ্যে অন্যতম হলো মানুষের সেবা করা — যা আজ আমি নিজ চোখে দেখলাম। যাদের চোখ নেই, তারাই বোঝে চোখের মূল্য কত। তাই আমাদের সবারই উচিত চোখের যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031