• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভিন্নমাত্রা লেখক সম্মাননা পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল 

     dailybangla 
    24th Sep 2025 10:48 pm  |  অনলাইন সংস্করণ

    জাতীয় প্রেসক্লাবে স্মারক ও সনদপত্র প্রদান

    নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘ভিন্নমাত্রা লেখক সম্মাননা-২০২৫’ এ ভূষিত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান কবি মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা সনদপত্র প্রদান করেন।

    উল্লেখ্য, ভিন্নমাত্রা প্রকাশনী ২০২৫ সালে প্রকাশিত ৫০টি বইয়ের প্রকাশনা উৎসব এবং বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড ও কবিতায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক প্রদানের আয়োজন করেছিল গত ২৯ আগস্ট ঢাকার উত্তরাস্থ ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যাপিকা আঙ্গুরা খাতুন, প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত।

    সেই অনুষ্ঠানে বর্ষসেরা লেখক হিসেবে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে ‘ভিন্নমাত্রা লেখক সম্মাননা-২০২৫’ প্রদানের কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তাই ২৪ সেপ্টেম্বর তাকে ভিন্নমাত্রা প্রকাশনীর পক্ষ থেকে ২০২৫ সালে প্রকাশিত কাব্য কুঞ্চে দশ গ্রন্থের জন্য সম্মাননা স্মারক, সনদপত্র প্রদান করা হয় এবং নির্ধারিত উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

    সাহিত্য ও প্রকাশনায় দীর্ঘ কর্মজীবন

    লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৮০-এর দশক থেকে জাতীয় সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে: ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, ভালোবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই প্রভৃতি।

    সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান

    ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুলকলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে নিজ এলাকায় সমাজসেবা চালিয়ে আসছেন।

    ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি নিরাপদ নিউজ এর যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্মমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সম্পর্কিত দায়িত্ব

    তিনি প্রায় ২৫ বছর ধরে কবি সংসদ বাংলাদেশ-এর সঙ্গে কাজ করছেন এবং বর্তমানে কেন্দ্রীয় সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পূর্বে ২০০৪–২০০৮ পর্যন্ত স্থায়ী পরিষদের চেয়ারম্যান, ২০০৮–২০১২ পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি এবং ২০১৪–২০২৪ পর্যন্ত স্থায়ী পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেখক উন্নয়ন কেন্দ্র-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

    আন্তর্জাতিক ও সামাজিক স্বীকৃতি

    সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো (এমজেএফ) সম্মাননা পদকসহ দুই শতাধিক সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন তিনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন।

    উক্ত সম্মাননায় স্মারকভূষিত হওয়ার পর বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930