ভিভো ভি৬০ লাইট: অ্যাডভেঞ্চারে নতুন মাত্রা, অফারে চমক
নিজস্ব প্রতিবেদক: অ্যাডভেঞ্চারপ্রেমী তরুণদের ভ্রমণকে আরও রঙিন ও স্মৃতিময় করতে ভিভো নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ভি৬০ লাইট। স্টাইল, শক্তিশালী পারফরম্যান্স আর দারুণ ক্যামেরা ফিচারের সংমিশ্রণে ফোনটি ইতিমধ্যেই আলোচনায়।
ভ্রমণ, পার্টি কিংবা একাকী যাত্রা—যেখানেই যান না কেন, মুহূর্তগুলোকে করে তুলতে পারবেন আরও জীবন্ত। ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদম প্রযুক্তি ছবিতে দেয় অতুলনীয় উজ্জ্বলতা ও স্পষ্টতা। অন্ধকারেও ঝলমলে ছবি তুলতে সাহায্য করে উন্নত অ্যাডভান্সড এআই অরা লাইট ৩.০, যা আলোর পরিমাণ বাড়ায় ৪.২ গুণ পর্যন্ত।
ফোনটির ৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি লেন্স দিচ্ছে স্টুডিও-গ্রেড মানের ছবি। ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করে তুলেছে আরও সমৃদ্ধ।
ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাতে আছে এআই ফোর সিজন পোর্ট্রেট, আর অনাকাঙ্ক্ষিত বস্তু সরাতে এআই ইরেজ ৩.০। এছাড়া স্মার্ট লাইটিং কন্ট্রোল প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে আলোর ভারসাম্য ঠিক করে অসাধারণ নাইট পোর্ট্রেট দেয়।
ডিজাইনেও রয়েছে ভিন্নতা—মাত্র ১৯৪ গ্রাম ওজন, ৭.৫৯ মিমি স্লিম ফ্রেম এবং ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ফোনটিকে দিয়েছে স্টাইলিশ ও আরামদায়ক লুক। রঙে পাওয়া যাচ্ছে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, সঙ্গে ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ।
ফাইভজি সংস্করণে রয়েছে ১২ জিবি র্যাম, আর ফোরজিতে ৮ জিবি র্যাম, উভয় মডেলেই ২৫৬ জিবি রম সুবিধা।
দাম ও অফার:
ফাইভজি সংস্করণের দাম ৪৩,৯৯৯ টাকা, আর ফোরজির দাম ৩৪,৯৯৯ টাকা। ক্রেতারা পাচ্ছেন ২৫০০ টাকার বিশেষ গিফট প্যাক—যার মধ্যে রয়েছে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ ও রিরো এস৯০ পাওয়ার ব্যাংক। এছাড়া ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ৭,০০০ টাকা থেকে মোমো কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে।
দারুণ ডিজাইন, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে ভিভো ভি৬০ লাইট হয়ে উঠেছে নতুন প্রজন্মের ভ্রমণসঙ্গী এবং অ্যাডভেঞ্চারের আদর্শ ডিভাইস।
বিআলো/তুরাগ