• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভিয়েতনামে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭ 

     dailybangla 
    16th Jun 2025 7:12 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: টাইফুন উতিপের আঘাতে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে।

    সোমবার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।

    টাইফুন উতিপ সপ্তাহের শেষে চীনের দক্ষিণের স্থলভাগে ও ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার। পরে সেটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নেয়।

    দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সোমবারের এক আপডেটে জানা যায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাতজনের প্রানহানি হয়েছে। এতে ১০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৬০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।

    প্রতি বছর ভিয়েতনামে প্রায় এক ডজন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। জুন মাসে সাধারণত দেশের উত্তরে ঝড় এবং বছরের শেষের দিকে দক্ষিণ দিকে আঘাত হানে।

    গত সপ্তাহের শেষে, ভিয়েতনামের মধ্যাঞ্চলে বিশ্বের ঐতিহ্যবাহী শহর হোই আনসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

    জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

    সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031