• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভুমিকম্প কি, কেন হয় ও হলে তাৎক্ষণিকভাবে করনীয় কি? 

     dailybangla 
    21st Nov 2025 7:31 pm  |  অনলাইন সংস্করণ

    ডা. এম ইয়াছিন আলী

    ভূমিকম্প কি?

    ভূমিকম্প হলো পৃথিবীর ভূ-পৃষ্ঠে বা অভ্যন্তরে সৃষ্ট আকস্মিক কম্পন। পৃথিবীর টেকটোনিক পাত (Tectonic Plates) হঠাৎ সরে গেলে বা ভেঙে গেলে যে শক্তি মুক্ত হয় তা ভূ-পৃষ্ঠে কম্পন হিসেবে অনুভূত হয়। এ কম্পনের তীব্রতা ও স্থায়িত্ব অনুযায়ী ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারিত হয়।

    ভূমিকম্প কেন হয়? (কারণ)

    ভূমিকম্প হওয়ার প্রধান কারণগুলো হলো—

    ১. টেকটোনিক প্লেটের সরে যাওয়া

    পৃথিবীর ভূ-পৃষ্ঠ অনেকগুলো বড় ও ছোট পাত দিয়ে তৈরি। এগুলো প্রতি মুহূর্তে নড়াচড়া করে। কোনো দুইটি প্লেটের—
    • সংঘর্ষ,
    • একটির ওপর অন্যটির চেপে যাওয়া,
    • বা ঘর্ষণ তৈরি—
    এই কারণে শক্তি সঞ্চিত হয়। সঞ্চিত শক্তি হঠাৎ ভেঙে গেলে ভূমিকম্প হয়।

    ২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

    যেসব অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি আছে সেখানে ম্যাগমার বিস্ফোরণ ভূমিকম্প সৃষ্টি করতে পারে।

    ৩. ভূ-পৃষ্ঠের ভেতরে ফাটল তৈরি (Fault Line)

    ফল্ট লাইনের উপর চাপ বাড়লে সেখানেও আকস্মিক কম্পন হয়।

    ৪. মানবসৃষ্ট কারণ
    • বাঁধ নির্মাণের ফলে পানির চাপ
    • খনি খনন
    • গভীর ড্রিলিং
    এসবও ছোটখাট ভূমিকম্প ঘটাতে পারে।

    ভূমিকম্প হলে তাৎক্ষণিক করণীয় কী?

    A. আপনি যদি ঘরের ভিতরে থাকেন—
    1. ডাক-মোড়-ধরে থাকুন (Drop–Cover–Hold):
    • মাটিতে নিচু হয়ে বসুন
    • টেবিল/মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন
    • টেবিলের পা শক্তভাবে ধরে থাকুন
    2. জানালা, কাচ, আলমারি, ফ্যান ও ভারী বস্তু থেকে দূরে থাকুন।
    3. দৌড়াদৌড়ি করবেন না। এতে আঘাত পাওয়ার ঝুঁকি বেশি।
    4. লিফট ব্যবহার করবেন না।
    লিফটে আটকে পড়ার ঝুঁকি থাকে।
    5. গ্যাসের চুলা, ইলেকট্রিক সুইচ, মোমবাতি ইত্যাদি স্পর্শ করবেন না।
    আগুন লাগার আশঙ্কা থাকে।

    B. আপনি যদি বাইরে থাকেন—
    1. খোলা জায়গায় দাঁড়ান, যেখানে ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি নেই।
    2. গাড়ির ট্রাফিক, দেয়াল, ব্রিজ, ওভারপাস থেকে দূরে যান।

    C. আপনি যদি চলন্ত গাড়িতে থাকেন—
    1. ধীরে গাড়ি থামিয়ে খোলা জায়গায় দাঁড়ান।
    2. সাঁকো, ওভারব্রিজ, উঁচু ভবনের নিচে গাড়ি থামাবেন না।

    D. ভূমিকম্প থেমে গেলে করণীয়
    1. গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন চেক করুন। জরুরী প্রয়োজনে বন্ধ করুন।
    2. নিজে নিরাপদে না থাকলে অন্যদের সাহায্য করতে যাবেন না।
    3. আঘাতপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা দিন।
    4. সিঁড়ি ব্যবহার করে ভবন ত্যাগ করুন, লিফট নয়।
    5. অফিশিয়াল নির্দেশনা শুনুন— রেডিও, টিভি বা ফোনে।
    6. আফটারশকের জন্য প্রস্তুত থাকুন, কারণ মূল ভূমিকম্পের পরে ছোট কম্পন আসতে পারে।

    ভূমিকম্পের জন্য প্রস্তুতি (পূর্ব প্রস্তুতি)
    • ঘরের ভারী জিনিসপত্র দেয়ালে শক্তভাবে আটকান।
    • জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন (পানি, ওষুধ, টর্চ, ব্যাটারি, নথিপত্র)।
    • পরিবারের সদস্যদের সাথে জরুরি পরিকল্পনা ঠিক করে রাখুন।
    • ভূমিকম্প মহড়া (Drill) নিয়মিত অনুশীলন করুন। জনসচেতনতায়

    লেখকঃ
    ডা: এম ইয়াছিন আলী
    জনস্বাস্থ্য বিষয়ক লেখক ও গবেষক
    চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট
    ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল
    ধানমন্ডি, ঢাকা ।
    মোবা : ০১৭৮৭-১০৬৭০২

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930