ভূপাতিত রাফাল নিয়ে তদন্তে ফ্রান্স, তথ্য চেয়েছে ভারতের কাছে
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের কাছে তারা এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চেয়েছে। ঘটনা নিশ্চিত হলে এটিই হবে রাফালের প্রথম ভূপাতন।
২০১৬ সালের একটি উচ্চমূল্যের চুক্তিতে ভারত ফ্রান্স থেকে রাফাল সংগ্রহ করে, যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ সংযোজন।
পাকিস্তান দাবি করেছে, ৭ মে রাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে তারা তিনটি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০ গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনো এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ফ্রান্সের সামরিক মুখপাত্র কর্নেল গুইলাম ভার্নেট বলেন, বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, ফরাসি গোয়েন্দা সূত্রে অন্তত একটি রাফাল ভূপাতিত হওয়ার তথ্য মিলেছে।
বিশ্লেষকদের মতে, এই দাবি সত্যি হলে ভারতের প্রতিরক্ষা ভাবমূর্তিতে বড় চ্যালেঞ্জ তৈরি হবে।
বিআলো/শিলি