ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার, শুরু হয়েছে আর্থিক সহায়তা
বিআলো ডেস্ক: সাম্প্রতিক ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় প্রাণহানি ও ব্যাপক আহতের ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিহত ও আহতদের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে।
মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়া কেন্দ্র চালু করা হয়। সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কেন্দ্রটি প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে। জরুরি সহায়তার জন্য যোগাযোগ নম্বর ০২৫৮৮১১৬৫১।
এ পর্যন্ত পাঁচটি জেলা- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে প্রাণহানি ১ জন, আহত ১৮। নরসিংদিতে ৫ জনের মৃত্যু ও ১১০ জন আহত হয়েছেন। গাজীপুরে আহত ২৫২ এবং মাগুরায় ২২ জন। মোট ১০ জন নিহত ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় চলছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত প্রতিজনকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে, যা চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের বেশির ভাগই ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ভূমিকম্পে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
বিআলো/শিলি



