ভূমিকম্পে ক্ষয়ক্ষতি যাচাইয়ে জরুরি পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ঢাকায় প্রাণ গেছে চারজনের। আহত হয়েছেন আরও অনেকে।
ঘটনার পর পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিকভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ নির্দেশনা দেন।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে সৃষ্ট আতঙ্ক ও জনমনে উদ্বেগ সম্পর্কে সরকার অবগত। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মিলতে থাকা প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ইতোমধ্যে দ্রুত রেসপন্স শুরু করেছে বলেও জানানো হয়।
এ ছাড়া গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে পড়া রোধে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। প্রয়োজন হলে সরকারি হটলাইন ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিআলো/শিলি



