ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মোবাইল নম্বার হ্যাক, সতর্ক থাকার আহ্বান
dailybangla
29th Jun 2025 5:25 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের ছবি ও পরিচয় ব্যবহার করে দুষ্কৃতকারীরা ফোন করছে এবং বিভ্রান্তিমূলক প্রস্তাব দিচ্ছে বলে জানা গেছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সিনিয়র সচিবের ছবি সংবলিত কোনো মোবাইল নম্বর থেকে ফোন করে অর্থ বা অন্য কোনো সুবিধার বিনিময়ে কাজ করে দেওয়ার প্রলোভন দেখালে তা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সরকারি কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া নিজের পরিচিতজনদেরও এ বিষয়ে সতর্ক করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিআলো/তুরাগ