ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ
নিজস্ব প্রতিবেদক: মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেলসি রদ্রিগেজ।
মঙ্গলবার রাজধানী কারাকাসে সংসদের এক বিশেষ অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ শপথ নেন। তিনি শপথের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন।
দেলসি রদ্রিগেজ বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করলেও তার সরকারের প্রধান লক্ষ্য হবে দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। সংসদ অধিবেশনে মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন এবং বাইরে হাজারো সমর্থক বিক্ষোভ করেন।
এদিকে নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে হাজির হয়ে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং নিজেকে ‘যুদ্ধবন্দী’ হিসেবে উল্লেখ করেন। তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এই ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভেনেজুয়েলা একে অবৈধ সামরিক আগ্রাসন বললেও যুক্তরাষ্ট্র অভিযানকে ন্যায্য বলে দাবি করছে।
বিআলো/শিলি



