• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভেনেজুয়েলায় ৬.৩ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক 

     dailybangla 
    25th Sep 2025 12:46 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪ কিলোমিটার গভীরে, মেনে গ্রান্ডে শহর থেকে ২৭ কিলোমিটার দূরে। যদিও এলাকা তেলসমৃদ্ধ, তবু সেখানে জনবসতি তুলনামূলকভাবে কম।

    কম্পন অনুভূত হয়েছে রাজধানী কারাকাসেও, যা কেন্দ্রস্থল থেকে ৬০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। হঠাৎ ভবন দুলে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বলে এএফপি জানিয়েছে।

    ইউএসজিএস আরও জানায়, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই, তাই বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি। এর কয়েক ঘণ্টা আগে একই অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা কলম্বিয়া ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ—আরুবা, কুরাসাও ও বোনায়ারেও অনুভূত হয়। তবে সেখানেও বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

    যদিও ভেনেজুয়েলায় তীব্র ভূমিকম্প খুব একটা ঘটে না, বুধবারের এই কম্পনে কারাকাস ও মারাকাইবোসহ বেশ কিছু শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “গুরুতর কাঠামোগত ক্ষতি হয়নি।”

    উল্লেখযোগ্য বিষয় হলো, দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাস করেন। সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯৯৭ সালে, যখন পূর্বাঞ্চলীয় সুক্রে প্রদেশের কারিয়াকোতে শক্তিশালী কম্পনে ৭৩ জন প্রাণ হারান। এর আগে ১৯৭৬ সালে কারাকাসে ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930