ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম
আর্ন্তজাতিক ডেস্ক: নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলায় নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশটির অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ কড়া শর্ত তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এসব শর্ত মানা না হলে সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে তিনটি মূল পদক্ষেপ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো মাদক পাচার দমন জোরদার করা, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহিষ্কার এবং মার্কিন প্রতিপক্ষ দেশগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করা।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় রদ্রিগেজ শেষ পর্যন্ত অবাধ নির্বাচনের আয়োজন করে ক্ষমতা ছাড়ুন। তবে নির্বাচনের সময়সূচি এখনো অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন বলছে, এটি কোনো সরকার পতনের অভিযান নয়, বরং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ।
তবে বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় ক্ষমতার ভারসাম্য নড়বড়ে। রদ্রিগেজের পাশাপাশি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিআলো/শিলি



