ভেনেজুয়েলার মাটির নিচে বিপুল স্বর্ণ ও হীরার ভাণ্ডার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলার ভূগর্ভে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার ভাণ্ডার। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অন্তত ৬৪৪ মেট্রিক টন স্বর্ণ এবং প্রায় ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত থাকতে পারে।
নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতের পাশাপাশি খনিজ শিল্প পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকা ইস্পাত ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র কাজ করবে।
ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৬১ মেট্রিক টন স্বর্ণ রয়েছে। এর বাইরে ‘ওরিনোকো মাইনিং আর্ক’ এলাকায় বড় আকারের অনাবিষ্কৃত খনিজ ভাণ্ডারের সম্ভাবনার কথা বলা হচ্ছে।
তবে রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব খনিজ ক্ষেত্রের অনেক অংশ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এসব সম্পদ আন্তর্জাতিক বাজারে পুনরায় সক্রিয় করা।
বিআলো/শিলি



