ভেনেজুয়েলা সংশ্লিষ্ট আরও ছয়টি জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা
dailybangla
12th Dec 2025 3:22 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকার অভিযোগে ছয়টি নতুন জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপোকেও নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে, যা দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। হোয়াইট হাউস জানিয়েছে, জাহাজটি নিষেধাজ্ঞা ভঙ্গ করে তেল পরিবহন করছিল।
কারাকাস পাল্টা অভিযোগ করে বলছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলদস্যুতা করছে এবং ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের ষড়যন্ত্রে লিপ্ত। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে।
বিআলো/শিলি



