ভোটারদের অধিকার ও দায়িত্ব বিষয়ে বাবুগঞ্জে জেলা প্রশাসনের উঠান বৈঠক
ফাহিম আহমেদ,(বাবুগঞ্জ) বরিশাল: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতুরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক খাইরুল আলম সুমন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এ দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এবং গণভোটের পক্ষে মত প্রকাশ করতে হবে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি।
এছাড়াও অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৬–এর পর্যবেক্ষক মার্টিন স্কারবেজ ও আলেনকা চেরনি, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের অধিকার, দায়িত্ব, অবাধ ও সুষ্ঠু ভোট প্রদান এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিআলো/ইমরান



